বসন্তে প্রথম হল দেখা
তখন রাস্তা ছিল ফাঁকা।
সে টানলো আমায় কাছে
রাঙিয়ে দিল গাল,
বলল আমায় ভালোবাসি
দেখা করো কাল।
তোমার হাতের ছোঁয়া
বাড়ল আমার মায়া।
বললাম আমি হবে দেখা
সন্ধ্যা নামার আগে ,
প্রকৃতি যখন অন্যন্য রুপে সাজে।
দেখা করার হল সময়
সঙ্গে গেলে আমার সয়।
বসে আছি দুই জনে
মধুর কুঞ্জবনে,
হাতে হাত রেখে কাটবে যে বেলা
ভাসায় প্রেমের ভেলা।