সবার জীবনে বন্ধুর আসা যাওয়া লেগেই থাকে
বেশির ভাগ বন্ধুরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বন্ধুত্ব রাখে
স্বার্থ শেষ মানেই বন্ধুত্ব শেষ।
তারা বন্ধুত্বের নামে সোস্যাল মিডিয়াতে হই চই ফেলে দেয়,
এক সঙ্গে থাকা , খাওয়া দাওয়া সব কিছু হয়
কিন্তু যেটা হয় না নিঃস্বার্থ ভালোবাসা।
তাদের সঙ্গে অনেক মিষ্টি মিষ্টি ছবি তোলা থাকে
মনে হয় তারা একে অপরের পরিপূরক।
অনেকেই তাদের কে দেখে হিংসা করে।
একজনের পাশে আর একজন কে দেখতে না পেলে
সকলে বলে, ও কোথায় রে আজ তুই একা কেন ?
কিন্তু সেই পরিপূরক বন্ধুটি তাকে একা করে দিলে
তার কি হবে একেবারে জন্য ভাবে না।
এটা হচ্ছে স্বার্থের খেল।
কিন্তু লাখে একজন কে পাওয়া যায়
যে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে ।
যার সাথে মোটে দুই তিনটা ছবি থাকে
আবার সবার সামনে বলা হয় না ভালোবাসি ।
তবে একসাথে হাতে হাত রেখে রাস্তাতে হাঁটা যায়।
এক প্লেটের বিরিয়ানিতে ভাগ বসানো যায়।
সে টিউশনি না এলে মনখারাপ আর একা একা লাগে।
তার বোকা বোকা কথা গুলো শুনতে ভাল্লাগে 🤗🤗।
অল্পদিনের জন্য হলেও বন্ধুত্ব টা মধুর থেকেও মিষ্টি হয় 😘🥰।