ভীড়ের মাঝে হারিয়ে গিয়েছি
তোমাদের থেকে দূরে ,
ইচ্ছে করে ছুটে যায় মা
তোমার কোলে ফিরে।
মাঝে মাঝে হয় দেখা
পরিবার পরিজন,
কাজ করতে পারি শহরের ভীড়ে
কিন্তু পরে থাকে অবুঝ এই মন।
পুজো পরপ একসময় ছিল
আমার কাছে বায়না,
এখন সময়ের সাথে
কোনো কিছুতে কষ্ট হয় না।
মনে পড়ে মুখের সামনে
মা নামিয়ে দিত খাবার,
এখন নিজে না রান্না করলে
রাত্রিতে হয় না আহার ।
কত কথা,কত স্মৃতি
পড়ে যে মনে,
মা কে আশ্বাস দিই
বাড়ি ফিরব ফোনে।