বাবা জানো তো খুব ইচ্ছে করে আমার
পরিশ্রমের টাকাই তোমাকে একটা উপহার দিতে,
ইচ্ছে করে তোমাকে বলি তুমি এতো বছর ধরে সবার দায়িত্ব নিয়েছো এবার সেই দায়িত্বে আমাকে ভাগ বসাতে দাও।
জানো তো খুব ইচ্ছে করে তোমাকে বলি
অনেক তোমাকে ভালোবাসি।
তোমার মতো করে কেউ ভালোবাসতে পারবে না।
সেই ছোট্ট থেকে দেখে আসছি আমি শুধু একবার বলেছি-
বাবা আমার এটা লাগবে।
দেখছি ঠিক কয়েক দিনের মধ্যেই এনে দিয়েছো ।
তুমি আমার জীবনের নায়ক আর ভগবানের থেকে এক বিন্দু কম না।
আমি এটাও দেখেছি তোমার একটি জুতো কে কয়েক বার সেলাই করে পড়তে।
একটি জামা ছিঁড়ে যাওয়া আগে মুহূর্তে ফেলে না দিতে।
সবাই কে সম্মান ও ভালোবাসতে।
মাথা ভর্তি চিন্তা নিয়ে সকলের মাঝে ঠান্ডা মাথায় কথা বলতে।
এত শক্তি কথায় পাও বাব?
প্রতি টি বাবা তার মেয়ে কে রাজ্য কন্যা করে রেখে দেয় ।
বাবাদের খুব ভয় হয় বিয়ের পর আমার মেয়েকে ভালোবাসা আদর যত্ন পাবে কি পাবে না তাই ভেবে।
তাই বেশি করে আদরে যত্নে রাজকন্যা করে রাখে ।
অনেক ভালোবাসি গো বাবা।