অপেক্ষায় আছি আসবে ফিরে
একদিন আমার তিরে ,
সেই দিন তোমার ভালোবাসা তে
যাবো যে পুড়ে।
তোমার দেওয়া গোলাপ টা
আজ গিয়েছে শুকিয়ে,
তাও যত্ন করে রেখেছি
ডাইরি তে লুকিয়ে।
চোখে বিন্দু বিন্দু ফোঁটা
বৃষ্টির মতো ঝড়ে,
আমার মনের ঘরে
বিরহের আগুন জ্বলে।
ভাবনার ঘরে তোমার বিরাজ
তোমাকে ভুলে থাকতে আমি যে না রাজ,
আমার মনের খাচায় তোমার নীড়
তাই সেইখানে রাখিনি কোনো ভিড়।
চলে এস একটি বার,
প্রতিক্ষার আর করতে চাই না সময় পাড়।
তোমার জন্য সাজিয়ে রেখেছি বাড়ি
তুমি ফিরে আসলে আমি হবো ,
তোমার প্রেমে কলঙ্কিনী নারী।