সবার জীবনের মতো আমার জীবনেও প্রেম এসেছি
তীব্র ভাবে তাকে নিজের করে পেতে চেয়েছিলাম ।
যেমন কোকিল চাই বসন্ত কে,
কুয়াশা চাই শীত কে
ঠিক তেমন।
অসম্ভব সুন্দরের মায়াই ভরা তার মুখ।
একবার তার মুখটা দেখার জন্য তৃষ্ণার্ত বুকে হাহাকার।
বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি,
এই তিন খানা শব্দ আমি তোমাকে ভালোবাসি।
বসন্ত রাঙা দিনে তার প্রেমের রঙ লাগলো হৃদয়ে।
শ্রাবণ মাস চলে গেলেও
আমার মনে অবিরাম শ্রাবণধারা লেগেই থাকলো।
রাতে অন্ধকারে চোখ ভেসে যেত অশ্রু স্রোতে।
অনেক আগে বার কতক তার চোখে চোখ পড়েছিল
ভাঙা ভাঙ্গা শব্দের উচ্চারণে কথা হয়েছিল।
সেই সময় হৃদয় স্পন্দন যেন দূরন্ত রেলগাড়ি।
তার প্রোফাইলে ভবঘুরে ছিলাম হয়তো আমিই একমাত্র।
তারপর সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেল
আমি সব ভুলেও গেলাম
তবে এখন এই গুলো হাস্যকর
আর পাগলামি ছাড়া কিছুই মনে হয় না ।