2025 তুমি যখন আসবেই ঠিক করেছ
তখন
আমার জীবনে ভালো বছর ও ভালো সময় হয়ে এসো।
2025 তুমি যখন আসবেই ভেবেছো
তখন
সব দুঃখ,কষ্ট, অতীত পুরোনো বছরের মতো সব পেছনে ফেলে
জীবন টা কে পরিবর্তন করার জন্য এসো ।
2025 তুমি যখন আসবেই
তখন
বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারি,
অল্প করে হলেও যেন সাহায্য করতে পারি তার জন্য এসো।
2025তুমি যখন আসবেই
তখন
আমার আপনজন, প্রিয় মানুষদের আমার কাছে
থাকে যেন তার জন্য এসো ।
2025 তুমি যখন আসবেই তখন
আমার সাহস, শক্তি, ধৈর্য হয়ে এসো ,
অনেক মানুষ কে জবাব দেওয়ার আছে তার জন্য তুমি এসো।
2025 তুমি আসবেই
তখন
কে বন্ধু আর কে দুই মুখো সাপ চিনের নেওয়া শক্তি হয়ে এসো।
2025 তুমি আসবেই যখন ঠিক করেছ এবার,
তখন
বার বার ঠকানো মানুষ গুলোর প্রয়োজনে তাদের মিষ্টি কথাতে সবকিছু ভুলে না যায় ,
সাহায্য করার কথা যেন মনে না আসে তার জন্য এসো।
2025 তুমি আসবেই
তখন
আবারও বলছি আমার ভালো বছর হয়ে এসো ।
শেষে বলতে না হয় এই বছর টা বড্ড খারাপ,
বড্ড কষ্ট দিয়েছে আমাকে,
এইরকম বছর অন্য কারো জীবনে না আসুক।
তবে হ্যাঁ শেষে এটা বলতে পারি
প্রত্যেক টা বছর আমরা কিছু না কিছু শিখি।
নিজেকে একটু হলেও গত বছরের থেকে পরিবর্তন করার চেষ্টা করি ।
ভালো, খারাপ সব নিয়ে তো জীবন।
কিন্তু এমন কিছু বছর থাকে আমাদের কে শেষ করে দেয়,
জীবনের গতি থামিয়ে দেয় ,
ছন্ন ছাড়ার মতো জীবন কাটে ,
তখন মনেহয় এই বছর টা এই ভাবে
না আসলেই পারত 🥹🥹🥹।
এই কথাটা দীর্ঘশ্বাসের সাথে আজও বলে ফেলি সময় অসময়ে।