জাগতিক ব্যকরণ ভেঙে প্রথাগত ইর্ষাকে পরিত্যাগ করতে চেয়েছিলাম
বাদ সাধলো ফেলে আসা পিছুটান আর একরাশ আশাহত বালির বাঁধ।
এখানে কেউ নেই যাকে বন্ধ কপাটের অন্ধকার ঘর দেখাব
এখানে সিলেবাস নেই, জানালা নেই আছে ধু-ধু মরূদ্যান।
তোমাদের সুতোয় বোণা শিকেয় তোলা সংসারে আমি পরিব্রাজক মাত্র
জন্ম থেকে ছুটছি তো কেবলই ছুটছি- সুতো ছিঁড়লে অনন্ত সমাধান!!
নন্দনতত্ত্বের জটিলতায় অলঙ্কার হারিয়েছি, এখন সব তাগড়া নওজোয়ান
শিতল বর্ষায় এগিয়ে নিয়ে চলছি উলটো পথের বিক্ষিপ্ত বিকিরণ।