শুনলাম আজ বাজার গিয়ে
কি লাভ আর স্বর্গে যেয়ে,
আমরা নাকি আছি সেথায়
উঠে এল কথায় কথায়।
উঠলে গাড়ি ভাড়া বেশি
পায়ে হেঁটে যাই আসি।
ডিমের কথা কি আর ক'বো
মাছ-মাংস ভুলেই যাব।
চাল-সব্জি মসলা নুন
সকাল বিকাল হচ্ছি খুন।
চাপে চ্যাপ্টা দিবা-নিশি
পাইনা খুঁজে তেলের শিশি।
উর্ধগতির চৈত্র খরা
বাজার দরে দারুন চড়া।
ভিন্ন দেশে থাকলে নাকি
ল্যাংটো হতে রইত বাঁকি!
রঙ্গভরা বঙ্গদেশ
আমরাই তো আছি বেশ!