শিল্পের তালে তালে সর্বজনিন
করি না বিভাজন, সদা মুক্তমন।
রাজনীতি বুঝিনা, বুঝিনা লোকাচার
চলি আপন মনে
চিনিনা ধনী কিম্বা হরিজন।
মোহনামুখে ছুটে চলি নদীর সাথে
নদীও জাত চেনেনা, চেনেনা গোলাপের সুঘ্রান
খন্ডিত নগরীতে কবিগান করি
নগরী বহমান-আলীশান-পেরেশান-মৃতপ্রায়
ভাতও বিকায় সেথায় রাজনীতির দরে...
শীত-গ্রীষ্ম ভেদাভেদ ভুলে
নগর যন্ত্রের ক্যাঁচক্যাঁচে
আড্ডায় মাতি এই ফুল সড়কে
তোমাদের সাথে।
আমরা তোমাদের লোক, তোমাদের পথে
একটু খোলস বদল, একটু আলাদা।