কংক্রিটে ভর করে বৃষ্টি এল
কি স্বস্তি... কি স্বস্তি...
ছাদে দাড়িয়ে তুমি- ভূ-তলে আমি
তোমার স্পর্শে প্রাণ ফিরে পেল।
পাখি হলে উড়ে যেতাম তোমার কাছে
কত আলাপ জমে রেখেছি মনের গভীরে,
সে গুড়েবালি এ সমাজে
কেউ যদি কিছু বলে পাছে ।
এই বর্ষার মাতাল হাওয়া নই
শীতল অবগাহন,
তুমি চেয়ে রও সুদূরে
শুধু তোমাতেই ভিজে যাই।