বৃষ্টির দোকানে আজ খুব বিকিকিনি,
দেখ ঝুম বৃষ্টি পড়ে।

দেরি রেখে...
চলো নেমে যাই ...

পঙ্কিল অবগাহনে কিনে ফেলি
বৃষ্টিস্নাত যত প্রণয়ী উপহার.....