উষ্ণতার অলৌকিক বিভব
টের পাই বোধের পরতে।
উষ্ণতার আবেশে ঋদ্ধ আমি।
একেবারেই ডুবে গিয়েছি
উষ্ণতার মায়াচন্দ্রিমায়!
আহা উষ্ণতা!
নিজেকে চূড়ান্ত সাফ করে
উঠে আসি শুচিকৃত সত্তাসমেত।
যেন পাপ, স্খলন, আবর্জনা যত
সমস্ত বাজে বিষয়গুলো
আমার অস্তিত্ব থেকে আলাদা হয়ে গেছে।
বাস্তবিক, উষ্ণতা এখন টের পাই।
এ উষ্ণতা উত্তাপের।
এ উষ্ণতা আলোর।
এ উষ্ণতা জীবনের।
এ উষ্ণতা অনুভবের।
এ উষ্ণতার বলয়ে নেই মৃত্যুর মহড়া।
এ উষ্ণতার পটে নেই আঁধারের ঝলকানি।
এ উষ্ণতা হিমশীতল করে দেয় না
স্বপ্নের কণাগুলোকে।
এ উষ্ণতার সামগ্রিক সমন্বয়ে
আবার জেগে উঠেছি আমি।
জেগে উঠেছে আমার জগত।
এবং এই উষ্ণতাকে নিয়েই
এই আমি বেঁচেবর্তে থাকতে চাই
সৃষ্টির যত আয়োজনে।