আজ উষ্ণতার মহাচাপে
বাইরে ঘনায়মান দুর্যোগ।
জনমানবহীন প্রকৃতি
ঠায় দাঁড়িয়ে আছে।
একেবারেই স্থবির।
কোথাও বর্ষণের সুখবর নেই।
প্রয়োজনে কেহ পাও বাড়ায় না
বাইরের মেঠোপথ মাড়ায় না।
বাইরে দারুণ নিদাঘ দুরবস্থা!
নেই প্রশান্তির কোন আভাস।
মানুষ। মানুষের মন। সবকিছু
যেন অবিন্যস্ত হয়ে, রুষ্ট হয়ে
একেবারেই বিবর্ণ হয়ে আছে।
বাড়ছে বৈরিতা। বাড়ছে উদ্বেগ।
উপরে নেই চিলডানার উড়াউড়ি।
শালিকের, চড়ুইয়ের মাতামাতি।
কাকের কা’ হাওয়া হয়ে গেছে
উত্তপ্ত নিকষ দিনের পুরোভাগে।
এই দুদিন আগেও ছিল
টাইমস্কয়ারে বৈশাখী আমেজে
মঙ্গলশোভাযাত্রার ডামাডোল।
এখন, কোথায় সেই রঙের পসরা?
আজ উষ্ণতার মহাচাপে
নাকাল এই ধরিত্রী।
যেন তার সবকিছু
হারিয়ে যেতে বসেছে।
সেই উৎসব। সেই কলকাকলি।
দীনতার আবরণে যেন সবকিছু
ধূলিস্যাৎ হয়ে যেতে বসেছে।
এখন প্রশ্ন সকলের,
এবং তারপর কী আছে
আমাদের সকলের ভাগ্যে?