বিশ্ব চরাচরে এখন
কী দিন মানুষেরা করছে যাপন।
কী সব যাতনার অনুঘটকের
অনুপ্রবেশ ঘটছে
যাপিত কালচক্রের কোষে কোষে।
সে নিয়তই প্রাণ কেড়ে নিচ্ছে
নির্মম অপঘাতে।
মানুষেরা নীরবেই দেখছে।
তাদের হৃদয়ে রক্তক্ষরণে
বরাবরই সকলেই হচ্ছে দুর্বল।
এই বিশ্বচরাচরে মানুষেরা এখন
খুব বেশি মানবিক হয়ে
নিজেদের প্রকাশ করতে পারছে না।
পারিপার্শ্বিক বৃত্তে কেবলই
ঘটছে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা।
আচম্বিতেই দুমড়ে মুচড়ে যাচ্ছে
সাজানো আবহ।
মানুষের স্বপ্নের রঙিন জগত।
কী এক অশনিবাতাস যেন বয়ে চলেছে
প্রকৃতির ফুসফুসে।
কী এক জীবনঘাতি অণুজীব
নির্বিঘ্নে করছে রচনা
মানুষ সকলের সোনালি উঠানের অণুচক্রিকায়।
আহা! এ ভাবেই কি পুরো জগত
জগতের সবকিছু নিপাট হয়ে যাবে
কোন অপ্রতিরুদ্ধ দুর্বিপাকের ঘূর্ণাবর্তে?