করোনার দাপট দেখে;
করুণাময় স্রষ্টা,
বাকরুদ্ধ হয়ে বনেন;
জ্ঞানশূন্য দ্রষ্টা।

এ কী ভাব করোনার;
পুরো জগতটাকে,
মুষড়ে ফেলেছে সে;
তাণ্ডবের পাকে!

প্রাণঘাতী দানব সে;
প্রতি ক্ষণে ক্ষণে,
দুর্বার গতিতে ধায়,
উল্লসিত মনে।

করোনা তাণ্ডবের দেখি;
দিন যত যায়,
রূপ পাল্টে শক্তিতে;
নিজেকে সাজায়।

মানুষ এখন অসহায়;
করোনার ঝড়ে,
দিক্বিদিক ছুটে তারা;
বেশুমার মরে।

তাই দেখে স্রষ্টার;
চোখ ভিজে যায়,
ভাবেন করোনা সে;
এতে কী যে পায়!

মানুষ মেরে কী লাভ;
নির্বিচারে,
এত সূক্ষ্ম জীব হয়ে;
এত কিছু পারে?
দেখিনা করোনার কী;
শেষ পরিণাম,
এই অবসরে মানুষ;
জপুক স্রষ্টার নাম।

-------------------
এপ্রিল ২৬, ২০২১
রাত ১২ টা ৫৪