হয়তো বা স্রষ্টাকে;
তুমি দেখনি,
কীভাবে দেখবে তাঁকে;
তাই শেখনি।

স্রষ্টা তিনি সর্বভুতে;
আছেন বিরাজমান,
দৃষ্টি মেলে দেখবে যদি;
হও চক্ষুষ্মান।

নিরাকার স্রষ্টা তিনি;
সৃষ্টি সাকার তাঁর,
তুমিও তার বড় প্রমাণ;
দেখতে চাও কী আর?

ধর্মে কর্মে যোগী হও;
মানুষের কল্যাণে,
ব্যতিব্যস্ত হও তুমি;
স্রষ্টার নীরব ধ্যানে।

নিজ স্বার্থ ত্যাগি;
পরস্বার্থে হও ব্যস্ত,
বুঝবে স্রষ্টা তোমার কাঁধে;
কী করেছেন ন্যস্ত।

নিজের যশ, সম্পদ, কড়ি;
লোভ লালসার ভিড়ে,
আঁটকে গেলে পুণ্যের তরী;
ভিড়বে না আর তীরে।

তাই বলি, জীবনটাকে;
নতুন ক’রে সাজাও,
ধর্মে কর্মে মন দিয়ে;
আলোর পথে যাও।