কেউ যখন প্রচন্ড উল্লাসে
আমার ঠোঁটে এলোপাথাড়ি চুমু খায়
আমি ভাবি নেশার ঘোরে হয় পাগল
নয় মাতাল। নয় প্রেমিকা হবেই।
অন্ধকার হাতড়ে আমি তার ঋজু শরীরে
পরিচিত গন্ধ ঘেঁটে নিশ্চিত হই। আনন্দে,
আমি এবার ঠিকই আছি ভেবে
খুবই হেসে মরি।
আবার যদি দলা দলা কফ্ থুথুতে
কেউ লেপ্টে দেয় আমার বুক, কপাল
চোখ ঢেকে দেয়, ময়লা মেখে
ভাবি এ তো তেমন কিছু, নয় তো আর
দেশে আছি তবু ভালোই আছি বুক চিতিয়ে।
কোন্ শালা আসবে কাছে আসুক দিকি!
দেশকে আমি ভালোবাসি বড্ড বেশী।
দেশপ্রেমিকের শেষ পুরষ্কার এমনই হয়।
এমনও হয়,
যখন ওরা সবাই বলে
আমরা সবাই সংখ্যালঘু
তখন আমি বড্ড ছোট হয়ে যাই।
না প্রেমিকা। না স্বদেশ। কেউ পারবে না
ফেরাতে আমায়।
আমি বিশাল হৃদয়ের লোক আরও কিন্তু
ছোট হয়ে যাই।
তখন ভাবি মিথ্যা আমার দেশপ্রেম।
প্রেমিকা ভেবে ভালোবেসে বৃথাই
জীবনপণ যুদ্ধ করে রক্ত দিয়েছি।
সংখ্যালঘু ভাবনা আমায় তাড়া করে
পালিয়ে তখন যাই আমি
সকল কিছু পিছে ফেলে
সংখ্যালঘু ইতর প্রাণী আমি এক। যতো কিছু
জমিজমা, নাগরিকত্ব, সার্বভৌমত্ব
দুমরে ফেলে ছুটে চলি
নিরুদ্দেশে অন্য দেশে
ছুটে যাই আমার সংখ্যা গুরুর দেশে
আমি ছুটে যাই, ছুটে যাই
ছুটেই যাবো ... ... ...!