শঙ্খ ঘোষের মৃত্যু দেখে ভাবি,
আহা কবি শঙ্খ গেলই মরে!
ফেলে কবির স্বপ্ন যত;
আমারও শঙ্খের মত;
সব ছেড়ে মরতে ইচ্ছে করে,
ভুলে গিয়ে অমরত্বের দাবি।

--------------------------
এপ্রিল ২১, ২০২১