সামনে দেখো ঠেলাগাড়ী
ঠেলছে অনেক মাল,
ঠেলছে ঠেলা গরীবুল্লাহ্
যাবে বরিশাল।

ট্রাফিক জ্যামে আঁটকে ঠেলা
খালি ধাক্কা খায়,
এক ঠেলাতে চুয়াডাঙ্গা
দুই ঠেলায় চাটগাঁয়।

তিন ঠেলাতে ছাগলনাইয়া
চার-এ ঘোড়াশাল,
ঠেলছে ঠেলা গরীবুল্লাহ
যাবে বরিশাল।

ঠেলতে ঠেলা গেলো বেলা
গরীবুল্লাহ শেষ,
মনে মনে হাসে গরীব,
‘আহা ঠেলার দেশ!’