পাখির পালক উড়ে যায়
জলজ মেঘের ডানায় ভর ক’রে
উড়ে যায় দূর সীমানায়
চিহ্ন থাকে শুধু জমিনে প’ড়ে।
দুর্বৃত্ত বাতাশ সব চিহ্নই তার
দমকা আঘাতে করে বিচ্যুত;
কোথা থেকে কখন শুরু আর
কখন হবে শেষ। সে এক অদ্ভূত
অভিজ্ঞতা। সময়ের আবর্তে
সে এক যুগান্তকারী ঘটনা।
পাখির পালক ফের ফিরে মর্তে
চারদিকে হয়ে যায় রটনা।
পাখিরা তাই ফিরে আসে মাটিতে
উজান ঠেলে জীবনের ভাটিতে।