কখনও কখনও সময়ের টুকরো অস্তিত্ব;
অপরাপর বিষয়ের ভিড়ে হারিয়ে যায়,
কল্পিত কর্ম প্রচেষ্টা – ইচ্ছার বেদিমূলে;
যজ্ঞানুষ্ঠান কিংবা সহার্পিত উৎসর্গে হারায়।
যেমন নিশ্চল উদ্যমতা ভূমিকায় থামে,
মলিন ব্যক্তিসত্তা যেখানে স্থাবর;
সেখানে সময়ের সীমিত ব্যপ্তির নামে,
অখন্ড ইচ্ছা আবার আয়তন হারায়।
যন্ত্রণা কখনও বিলাসী দ্রব্যের মূল্য;
আবার কখনও ভালোবাসার নিরেট অবস্থান,
সেখানে কেবল অপরাপর বিষয়ই তুল্য;
নয়তো বিবসনা কোন হেলেন অব ট্রয়।
এখানে ওখানে সর্বদিকেই চরম রাহাজানি,
বিক্ষুব্ধ অতীত বর্তমানের কাছে পরাজিত;
আবার সময়ের কাছে প্রশ্ন তোলে;
অপরাধ কা’র তাও বুঝি না; কখনও না জানি?
তবু মননশীলতার আয়তন যায় বেড়ে,
দৈর্ঘ্য-প্রস্থ-ঘনত্ব গুরুত্ব অনেক গুণ যার;
মুলতবী সময় আরও বেশি নেয় কেড়ে,
সেখানে অনেক কিছু বাদে – অপরাপর বিষয়।
মাপকাঠির নিচে নির্ণীত সময়ের গভীরতা;
অতল দূরত্বে হয় গণ্ডি – প্রসারিত,
সময়ের কাছে পুরনো সময় স্ফীত;
এবং তারপর বিস্তৃত চিরায়ত জগতে!