আমার অহংকার তুমি
কেমন ক’রে তুমি আমার, সে বড় বিস্ময়
তবু আমার বিশ্বাস, তুমি আমার।
আমার অনেক বিস্ময়,
তুমি জানো না, আমার যতো বিত্ত
শুধু তোমার জন্যে, স্থাপিত মর্মরে
একান্ত আমার স্মৃতিকে, সে যেনো আমার নয়।
সকলই তোমার।

যেমন আমার দু’চোখে স্বপ্নেরা আলোর বন্যায়
ছুটে চলে। যেমন হৃদয়ের গভীরে
দুঃখ ব্যথার মোমের শিখারা
নিভৃত দ্যুতিতে জ্বলে। সে সব যেনো আমার নয়।
আর আমার নয় ব’লেই, এই আমি
যেনো আমার নই। তোমার প্রেমেরই জন্যে
যেনো, হাতের পাতায় দেখি বিশদ রেখাবলী।

আমি পাই এক ঠিকানা কেবল, সে তোমার।
কী আছে আমার, এক অহংকার ছাড়া বলো।
আমি এক অহংকারী পুরুষ। এই অহংকার
নিয়ে বাঁচতে চাই। তুমিই আমার।
কারণ তুমি আমার কেবলই  অহংকার।