আশা জাগানিয়া একুশ; করাঘাত দেয় দ্বারে,
ঝেড়ে ফেলে হতাশা, মৃত্যুভয় বরণ কর তারে।
যত ব্যর্থতা, হাহাকার সব মুহূর্তে হোক লীন,
এসেছে একুশ, দিগন্তে প্রভাত এসেছে নতুন দিন।
আশা জাগানিয়া একুশ এসেছে; আর নয় আর ভয়,
মৃত্যু বিভীষিকা কেটেই যাবে; জীবনের হবে জয়।
করোনার আঘাতে; বিধ্বস্ত এই বিশ্বচরাচর,
উঠবেই জেগে আলো ঝলমল; ওই নব দিবাকর!

পাখী গাইছে; কলতান মুখর নব জীবনের ধারা,
বয়ে চলেছে গতিময় ঝর্ণা; হবে না কিছুই হারা।
আকাশে দেখ মেঘমালা ওই; বরিষণের আয়োজনে,
ব্যস্ত কখন করবে ধরাকে; সিক্ত বরিষণে।
একুশ এসেছে; নব প্রাণের হয়েছে উদ্বোধন,
এসো সবে মাতি; নতুন যুগের করি আয়োজন।

ডিসেম্বর ৩১, ২০২০
রাত ১১:৩০