কবিতা তো কবিতা নয়
অনুভূতির শেকল ছেঁড়া নির্জলা আগুন
প্রাত্যহিক জীবনের বিষাক্ত
অভিজ্ঞতার তিক্ত আস্বাদ
কবিতার ব্জ্রপাতে
স্বপ্নের ঘোর তন্দ্রা বিলুপ্ত
দীর্ঘ নিঃশ্বাসে বিচূর্ণ বুকের পাঁজর
চোখের তারায় উন্মাদনার বহিঃপ্রকাশ।
কোমল পেলব হস্ত কমলে
কুঞ্চিত শিরা
ব্জ্রমুষ্ঠি আঘাতে আঘাতে
নিস্তেজ হয়ে আসে
যেন দেহটা কবিতা হয়ে যাচ্ছে।
ক্ষুদ্র পদক্ষেপে পথে দাঁড়িয়ে দেখি
প্রকৃতি যেন কাব্যিক নেশায় ঢুলুঢুলু
টালমাটাল অঙ্গ প্রত্যঙ্গ তার।
দ্রুত ধাবমান গাড়ির খোলা জানালায়
সুগন্ধি ওড়নার আঁচল।
এ ও এক কবিতা –
ফুটপাতে অঙ্গহীন ভিখারির আর্তি
সেও কবিতা –
মিছিলের পর মিছিল পথে
শ্লোগানের পর শ্লোগান
খেটে খাওয়া মানুষের বঞ্চিত হাহাকার।
সেও কবিতা –
কবিতা, শাহজাদাদের লাশের উপর
সংজ্ঞাহীন জননী।
পারিবারিক কোন্দলের শিকার
টুকরো টুকরো সোনা মিয়া।
এ ও এক কবিতা, খাজার সমাধি
মীরজাফর সাজে দেশপ্রেমিক –
মুক্তিযোদ্ধা –দেশদ্রোহী।
তবু ভীরু কাপুরুষ আমি
পঙক্তিহীন ছন্দহীন কবিতা
বিকল মস্তিষ্ক, বিকৃত বিবেক
ইতিহাস পাল্টে
গোটা সমাজটাকে নষ্ট ক’রে দিচ্ছি
সব মিলিয়ে আমি, আমরা
কালের জঞ্জাল,
সবাই নষ্ট কবিতা হয়ে যাচ্ছি!
---------------------------------------
শ্বেত কপোত
নববর্ষ ১ম সংখ্যা
১৪ এপ্রিল, ১৯৮০