ইতিহাসের কঠিনতম সময় এখন চলছে;
মানুষ পীড়িত। অতিষ্ঠ। মৃত্যুকে করছে বরণ;
কিছুই করার নেই! বাধ্য হয়েই স্বজনদের বলছে,
আমাদের যেন ছুঁতে না পারে; করোনার মরণ,
যে ভাবে মারণ ভাইরাস; বিশ্বে বসেছে জেঁকে!
মুখোশের আড়ালেই রাখি; মুখখানা ঢেকে।

মুখ ঢাকো মুখোশে; সবাই মিলে ঢাকি,
কেউ কারো কাছে নয়; দূরে দূরেই থাকি।
দিন গেছে পাল্টে; এখন দুঃসময়,
কখন কে ম’রে যাই; সেই বড় ভয়।
করোনাহীন বিশ্ব; পাবো কি আবার?
স্রষ্টাকে প্রাণ খুলে; ডাকি বার বার।
মুক্ত কর বিশ্বকে তুমি; হে বিশ্ব বিধাতা!
করজোড়ে দয়া চাই; হে মানব ত্রাতা।

তাই বলি যতদিন; বেঁচে আমরা থাকি,
মুখোশের আড়ালেই; সবাই মুখ  ঢাকি।

--------------------------------------------
এপ্রিল ৭, ২০২১