দ্রুত ধাবমান মানচিত্র এক
এখন আমার করতলে।
তাকে আমি সাবলীল ভঙ্গিতেই
স্থির করে রেখেছি,
চূড়ান্ত জড়িয়ে রেখেছি নিজের সাথে!
যেন তার গতি কমতে কমতে
দাঁড়িয়ে আছে তার লাল-সবুজ কলেবরে
আমার হাতের তালুর আয়তনে!
হলুদের ব্যাপক ছড়াছড়ি এখানে।
সোনালী বিভবে সে
আমার দৃষ্টিতে জ্বলজ্বল করছে!
আহা! এই মানচিত্র একান্তই আমার।
তাকে আঁকড়ে থাকবোই নিয়ত।
আহা কত ভালোবাসা! কত অনুরাগ!
সে তো আমার মাতৃভূমি,
চিরঞ্জীব সোনার বাংলা!