বসে বসে রসের কথা;
কষে বয়ান করি,
ফালতু কথার আলতো ছোঁয়ায়;
কবির ভান ধরি।
ছন্দে ছন্দে রস মিলিয়ে;
আহা কত পদ্য,
পদ্য তো নয় পদ্ম যেন;
আজ ফুটেছে সদ্য!
টসটসে হায় ভাব যে কত;
শব্দের সমাহার,
কবির বয়ান কবিতায়;
ভাবের অহংকার।
আসলে সব হাল্কা বয়ান;
শুধুই ফাঁকা বুলি,
অর্থ নেই সব অনর্থক;
পাঠক যাবে ভুলি!