কী ক’রে অনুভূতির পাপড়িগুলো
কবিতার পঙক্তি হয়ে যায়!
আমি এখনও নীরবে একেবারে
হতবাক ব’নে যাই।
যখন দেখি এ জীবনের
যাপিত মুহূর্তগুলো এক এক ক’রে
সমান্তরালে দাঁড়িয়ে যায়।
তারা পাশাপাশি অবস্থান নেয়।

কিন্তু কোন ভাবেই অন্যকে আড়াল করে না।
আমি দেখি,
এ জীবনের সবগুলো মুহূর্ত
কেমন নিজেরাই নিজেদের সত্তার স্তরে
বিন্যস্ত অবস্থান নেয়।
তাই তো দেখি,
স্মৃতিতে তাবৎ শিরোনাম নিয়েই
এক এক ক’রে
অনুভূতির পাপড়িগুলো
নান্দনিক আদলে কবিতার পঙক্তি হয়ে যায়।

আমি স্তম্ভিত হয়ে,
পাঠ করি আমার জীবনের
ফেলে আসা মুহূর্তগুলোকে
এক এক ক’রে
একেবারেই আলাদা ক’রে।
এবং ভেবে স্তম্ভিত হই,
এই সকল পঙক্তিমালার
রচয়িতা আমি নিজেই।