ডাক্তার সা’ব,  আমার অসুখটা বড়ই শক্ত
ইদানীং হয়ে পড়েছি; ফেসবুক আসক্ত!
ফেসবুকে লিখে যাই; যত হিবিজিবি,
নিজেকে ভাবি; আমি মস্ত বুদ্ধিজীবি !
যখনই দেখি, দেশের ঘাটে নেই পানি,
তখনই ছেড়ে দেই, লম্বা লম্বা বাণী।
আমাকে দেন কিছু, যুতসই দাওয়াই,
নিজে কিছু খাই, কিছু দেশকে খাওয়াই।

-----------------------------------
সেপ্টম্বর ২০, ২০১৪ খ্রীষ্টাব্দ
নিউ ইয়র্ক