ঈশ্বর স্রষ্টা আমাকে ডেকে বললেন, ‘ আদম! তুমি কোথায়?
আমি ভয়ে আড়ষ্ট হয়ে উত্তর দিলাম,
‘এই যে ঈশ্বর প্রভু আমি এখানে। আমার সাথে হাওয়া ও আছে! ’
তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন,
‘কেন? তোমরা ওখানে কী করিতেছো?’
আমি ভয়ার্ত কন্ঠে উত্তর দিলাম,
‘সদাপ্রভু, ঝোপের আড়ালে আমরা লুকাইয়া রহিয়াছি !’
তিনি রাগত স্বরে আবার প্রশ্ন করলেন,
‘কেন?’
আমি ঘন ঝোপের আড়ালে নিজেকে আরও আড়াল করে বললাম,
‘প্রভু, কারণ আমাদের শরীরে কিছুই নাই। আমরা উলঙ্গ!’
তাঁর গুরু গম্ভীর কণ্ঠ,
‘কে বলিয়াছে তোমরা উলঙ্গ ?’
আমি দু’হাত উপর দিকে প্রসারিত করে উত্তর দিলাম,
‘প্রভু ! আমাদের দুই জনের চোখ খুলিয়া গিয়াছে।
এখন আমি ও হাওয়া পরস্পর নিজেদের দেখিতে পাইতেছি!’
-------------------------
সেপ্টম্বর ১৮, ২০১৪ খ্রীষ্টাব্দ
নিউ ইয়র্ক