কোন কালে একা হয়নিকো জয়ী; নারী সুন্দরী,
পুরুষই বানিয়েছে তাকে; অনিন্দ অপ্সরী!
নারীর জন্য পুরুষই জীবন; দেয় অকাতরে,
নারীর জন্যই পুরুষ সাগর; পাড়ি দেয় সাঁতরে।
নারীর জন্যই পুরুষ সে, আগুনে দেয় ঝাঁপ,
পুরুষ ভুল করলে নারী; তাকে করে না মাফ।
নারীর জন্যই পুরুষ গড়ে; স্বপ্নের তাজমহল,
নারীর জন্যই পুরুষ পারে; ফেলতে চোখের জল।
পুরুষের জন্য নারী কখনও; গড়েনি কোন ঘর,
সুযোগ পেলেই নারী নিজেই; পুরুষকে করে পর।
নারীর জন্যই জগতে যুদ্ধ যত, জয়–পরাজয়,
পুরুষই নারীকে দিয়েছে খেতাব, 'হেলেন অব ট্রয়!'
কে বলে নারী অবলা, দুর্বল? কে বলে তাকে লক্ষ্মী?
কখনও নারী লেলিহান শিখা; কখনও ঈগল পক্ষী!
শক্তিমতী নারী যত; পুরুষ নয় শক্তিমান,
নারীর কাছে পুরুষ দুর্বল; পাহাড় সমান।
তার পরে ও নারী-পুরুষে; মিলে এ জগত,
নারী-পুরুষের মিলিত ঐক্যে; হয়েছে মহৎ।
--------------------------------------------
৮ জুলাই, ২০১৪ খ্রীষ্টাব্দ
নিউ ইয়র্ক