জার্মানির হাতে খাসি; ছিল বরাদ্দ,
তাকে বলি দিয়ে হবে; আর্জেন্টিনার শ্রাদ্ধ।
দড়ি বাঁধা খাসির তাই; চোখে ঝরে জল,
ফাইনালের রাতেই তার; জান হবে কতল।
কান্না কেঁদে খাসি বলে, ‘ও ভাই মেসি,
তোমরা যদি হারো, তো আমি বাঁচি বেশি।
মশলা, আলু-তেল দেখ; আমার কাছে সব,
তৈরী আছে, আমায় মেরে হবে উৎসব।'
উঠান ভরা দর্শক সব; করে হইচই,
আর্জেন্টিনার মেসির সেই; গোল গেল কই!!
সারাক্ষণ খাসি তাই; কান ক’রে খাড়া,
খবর নেয় শেষমেশ; গোল করে কারা।
ফাইনাল খেলায় শেষ বেলায়; জিতে জার্মানি,
উঠান ভরা দর্শকের তাই; চোখে ঝরে পানি।
জার্মানির প্রতীক্ষিত; জয়ের খবর শুনে,
খাসি তার আয়ুর; চার বছর বেশী গোণে।
গলায় বাঁধা দড়ি নিয়ে; খাসি দেয় লাফ,
‘ধন্যবাদ! মেসি তোমায়; মানি আমার বাপ!
শুভেচ্ছা মুলারকেও! তোমরা গেলে জিতে,
জার্মানি যে শ্রেষ্ঠ ওরা; পারে নাই বুঝিতে।
যদিও আমি খাসি। গলায় আমার দড়ি,
তারপরেও আমি; জার্মানি সাপোর্ট করি।
বেঁচে থাকো মুলার ভাই। বেঁচে থাকো মেসি,
আমি ও বেঁচে থাকি; চার বছর বেশি।
আগামী বিশ্বকাপে; হবে যাহা তাই,
ভাগ্য ব’লে মেনে নিবো; কোন আফসোস নাই।
মেসি মুলার দু’জনকেই; জানাই ধন্যবাদ।
অধম খাসি তোমাদের ভাই; করি আশীর্বাদ।’