বৃথাই তোমার সময় ও শ্রম নষ্ট।
আমি বুঝে গিয়েছি;
এরই মাঝে তুমি হয়ে গিয়েছ নষ্ট!
তোমার নষ্টামি সব সীমা করেছে অতিক্রম।
ইদানিং যদিও তুমি
বাইরে বেরোও না; কথাও বল কম।

তোমার চরিত্র বিশ্লেষণ করতেই
আমার রাত কাবার!
আচ্ছা আজ রাখি। সম্ভব হ’লে কথা হবে।
দেখাও হবে আবার।

ভালো থাকো। আমার ইচ্ছে যথা।
আপাততঃ প’ড়ে থাকি
নিয়ে তোমার,
ইতিকথা, না স্মৃতিকথা!