আমরা সবাই এগিয়ে যাই
ইতিহাসের করিডোর পার হয়ে
মানুষের ইতিহাসে যা কিছু আছে
সবকিছু সঙ্গে নিয়ে ইত্যকার
কথা-কাহিনি অবলম্বন করেই
এগিয়ে যাচ্ছি। মানুষ আমরা
ইতিহাসকে সঙ্গে নিয়ে, ইতিহাসের সঙ্গী হয়ে
নিজেদের লেখনিতে লিখে যাচ্ছি
নিজেদের ইতিহাস।
আমাদের জন্য
এক একটি ঐতিহাসিক ঘটনা
মানুষের জীবনের এক একটি মুহূর্ত হয়ে থাকে
ইতিহাসের পাতায় লিপিবদ্ধ।
ইতিহাসের খাতার পাতায় পাতায়
সমৃদ্ধ হয়ে থাকে অতীতের সবকটি মুহূর্ত
যা কিছু আমরা এখন পার করে দিচ্ছি
যা কিছু পেরিয়ে আসছি
যা কিছু বুনন করছি অক্ষয় সূতা ও সোনামুখি সুচে
সব কিছুই অমলিন হয়ে থাকছে
আমাদের ভবিষ্যতের মানুষদের জন্য।
প্রতিটি মানুষই তাই সকলের
উদ্বোধক হয়ে নিজেদের বইয়ের
করছে প্রকাশনার শুভ উদ্বোধন।
ভবিষ্যৎ এই বই পাঠ করবে বলে
মানুষ তার বইয়ের পাতায় পাতায়
বিচরণ করবে বলে
বইয়ের হচ্ছে মোড়ক উন্মোচন ।
ঠিক এমন ইচ্ছা সামনে রেখেই
ঐতিহাসিক হতে হতেই
মানুষের ইতিহাসকে করে সমৃদ্ধ।