ইষ্টি কুটুম বৃষ্টি আয়
তালে তালে টিনের চালে
আমার বাড়ি নেচে আয়
নদী নালে গাছের ডালে
ঝম ঝমিয়ে নেচে আয়
ঝুমুর ঝুমুর ঘুঙুর পায়
ইষ্টি কুটুম বৃষ্টি আয়।
মামার বাড়ি দিয়ে পাড়ি
নদী নালা সকল ছাড়ি
আমার বাড়ি চলে আয়
দাদীর ঘরে চলে আয়
ঝম ঝমিয়ে ছম ছমিয়ে
দাদী বুড়ির রাঙ্গা গায়
ইষ্টি কুটুম বৃষ্টি আয়।
মুড়ি দেবো পান্তা দেবো
পিঁয়াজ মরিচ সাথে দেবো
গাছের পাকা নারকেল দেবো
বসতে চৌচির উঠান দেবো
রাঙ্গা পায় চলে আয়
ইষ্টি কুটুম বৃষ্টি আয়।