হৃৎকলমের টানে,
একেলা বসে সুর করেছি; নিজের লেখা গানে।
হৃৎকলমের টানে,
কী করে কবিতা হয়; কবি তার সব জানে।

শব্দের সাথে ছন্দের যে কী; নিটোল সমন্বয়,
কবি জানে কী করে সব; কাব্য গাঁথা হয়।
চোখের দেখা মননের সব; অনুভবের স্তরে,  
বুকের মাঝে ছন্দমালা; রাখি যতন ক’রে।

কবিই জানে কী করে সব; শব্দ হয় গাঁথা,
কাব্যলক্ষ্মীর সামনে যেয়ে; নিচু করে মাথা
দু’হাত ভ’রে আশিস নিয়ে; প্রণাম করি তাঁকে,
নিজ আবাসে ফিরে এসে; ঢাকি ব্যর্থতাকে।
কাব্যকান্ডে জয়-পরাজয়; ভাগ্যে আছে লেখা,
নিত্য তারই প্রতিচ্ছবি; হরদমই হয় দেখা।  

তবু, হৃৎকলমের টানে,
পিছনের সব জগত রেখে; ছুটি সম্মুখ পানে।