তুমি এসে এখন দরজায় কড়া নাড়ছ!
ভিতরে আমরা সবাই ভীত সন্ত্রস্ত
আমরা চাই না তোমাকে।
তুমি যেখানেই যাচ্ছ;
তাণ্ডবে তাণ্ডবে উৎসবমুখর জগতটাকে
ক’রে দিচ্ছ বিধ্বস্ত।
আলো ঝলমল নগরীকে করছ
অন্ধকারে নিপতিত মৃত্যুর উপত্যকা!
তুমি যেখানেই যাচ্ছ;
সেখানেই মানুষের লাশ! আর লাশ!
সেখানে শোকার্ত মিছিলে দাঁড়াবার মত
আর কেহ অবশিষ্ট থাকছে না!
হে মহামরণ!
তুমি এবার ফিরেই যাও!
ফিরে যাও তোমার উদ্যত থাবা গুটিয়ে
রক্ষা কর মানবসভ্যতাকে।
আমাদের প্রিয় পৃথিবীতে এবার আমরা
শান্তির স্বরাজ করব রচনা।
এখানে আর থাকবে না
যুদ্ধবাজদের দাপাদাপি এবং
শাণিত ছোরার ঝনৎকার।
থাকবে না ক্ষমতা নিয়ে হুড়োহুড়ি,
আমরা মানুষ সকলেই;
এক কাতারে দাঁড়িয়ে,
এ মানবসভ্যতা রক্ষা করতে হব সচেষ্ট।
আমরা মানুষ।
বুঝে নিয়েছি এবার,
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে আমরা পরের তরে।