প্রিয় বাংলা। সোনার বাংলা আমার,
তোমার কী না ছিল! সৌন্দর্য রস আর,
সম্পদে-গন্ধে তুমি ছিলে অনন্যা। তাই,
তোমাকে নিয়ে আমার স্পর্ধা যত। নাই;
যে তোমার তুল্য দেশ। তুমি অদ্বিতীয়া,
তুমি সকলের অতি প্রিয়। লোভনীয়া।
তুমি ছিলে লাস্যময়ী। চির যৌবনা
তোমার অঙ্গে শোভিত ছিল খাঁটি সোনা
কিন্তু আজ! হায় আমার স্পর্ধা সমস্ত
অখন্ড বিবরে মাথা নোয়ায়। প্রশস্থ
আকাশে দেখি অসংখ্য শকুন। তারা
লোলুপ থাবা মেলে উদ্ধত পায়তারা
করছে। তোমাকে খুবলে নেয়ার যুদ্ধ
করছে প্রাণপণে। তুমি যে অবরুদ্ধ
কী বিধ্বস্ত তোমার বেশ। বিবর্ণ। জরা
ব্যাধি তোমার সৌন্দর্য খুয়ে দিচ্ছে ত্বরা।
তুমি ঘুরে দাঁড়াও। বাংলা প্রিয় দেশ
আমার। মেলে ধরো তুমি প্রমত্তা বেশ
তোমার। আবার জন্ম দাও সে যোদ্ধার,
যে বজ্র হাতে তোমায় করবে উদ্ধার।
তুমি আবার জাগো। মুখে জাগাও হাসি
সগর্বে আমি গাই '... তোমায় ভালবাসি।'