ঘুমের দরজা ঠেলে; বেরিয়ে পড়ি বাইরে,
আহা! কী প্রশান্তি! মনে হয় মৃত্যুভয় আর নেই।
জবুথবু পড়ে থাকা; দমবন্ধ ঘরে,
একাকী কাটে জীবন; দুঃসহ সময়ে।
এমন করে আর কত; যন্ত্রণার প্রহর,
পার করে দেই নির্বিবাদে; এবং তারপর
কী হবে কোথায় যাবো; কোন লক্ষ্য নেই,
অলস সময় কেটে যায়; এই এমনিতেই।
ঘুমের দরজা ঠেলে; ঘুমগুলো ঠেলে,
দুঃস্বপ্নের পাতা ছিঁড়ি; মলাট মুচড়ে ফেলে।
এই মলাটের অবয়বে; আর কীইবা পাবো,
করোনার ক্রান্তি ছাড়া। আর কোথায় যাবো?
ঘুম নয়। জরা নয়। খরাও নয় আর,
দুরন্ত শেরপার মত; সব করে পার
উঠেই যাবো স্বপ্নের খুবই কাছাকাছি,
ঘুমের ঘোরে আর নয়, জেগে থেকেই বাঁচি।