আমাদের দুর্মূল্যের এই বাজারে,
জরুরী ঔষধের মতো একটা কবিতা চাই।
একটা কবিতা, একটা এন্টিবায়োটিক
হায়! প্রাণের স্পন্দন ম্লান হচ্ছে!

আমার প্রিয়তমা; বন্ধু-স্বজন তোমরা,
একটা কবিতা দাও।
আমি একটা কবিতা নিয়ে বাঁচতে চাই।
একটা কবিতা দাও।
শুধু একটা কবিতাই চাই।