(তোমাকে। যে ব্যর্থ ক’রে দিলে আমাকে)

গোধূলিতে সকলেই ঘরে ফেরে,
জীবনের সওদা নিয়ে আপন নিবাসে
জমজমাট সব মুখর মেলায়
রঙিন পসরা সাজিয়ে।

আমি একা দাঁড়িয়ে আছি
আছি খুবই একাকী
কোথায় আমার মেলা!
রঙিন ডালি সব!

আমি কা’র আশায় এমন
কাটাচ্ছি বেলা, শূন্য ঘাটে?
এই গোধূলিতে
আমি কি আবার
ফিরে যাবো,
যেখানে আবার শুরু
সেই পথের?
কী জানি! এ কোন গোধূলি!