এই আমাদের মুজিবনগর!
একেবারে ভাঙচুর! সংস্থাপন প্রক্রিয়া
নেই বললেই চলে।
কী যে অনাবৃত সহিসে বসবাস বুঝি না!

রোদ বৃষ্টি ঝড় সে তো
সনাতনী কায়কারবার!
থেতলে থেতলে জবর বেশী মরা মরা ভাব
বিভিন্ন দফতর আপিস কাছারী
বাজার হারায়ে উলোট পালট হয়ে আছে।

নেতিয়ে পড়া বাতাশ, অপরিচ্ছন্ন
পরিবেশহীন কোলাহল প্রকট সর্বত্র।
সূর্যোদয়েই নাস্তানাবুদ।
আস্তাকুঁড়ের কী সব ভীষণ
দুর্গন্ধ। আমাদের মুজিবনগরকে
লাশকাটা ঘরে পরিণত করেছে।

অথচ। আমাদের মুজিবনগর হারাতে হারাতে
দুর্ভিক্ষময় মানচিত্রাকারে প্রভূত
নিঃশেষ হয়ে তলিয়ে যাচ্ছে।
ক্রমশঃ ইতর হৈ হুল্লোড়ের নিচে।
সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বেবাক
‘জিন্দাবাদ’ নিয়ে গুঁতোগুতি করছে।
হায়! এই!
এই আমাদের মুজিবনগর!