করোনা প্রলয়ে এখন; সবই লন্ডভন্ড,
স্থবির হয়ে গেছে যেন; গতিময় ব্রহ্মান্ড!
থমকে গেছে জনজীবন; চমকে গেছে বিশ্ব,
এমন তো ঘটেনি আর; দেখিনি এই দৃশ্য!
করোনা ভাইরাসের দেখি; এ কী মহাযুদ্ধ,
গোটা বিশ্ব কাঁপছে এখন; পরাশক্তি সুদ্ধ।
থরথরিয়ে কাঁপছে সবাই; এমন তো আর চাইনে,
একে একে যাচ্ছে সবাই; হোম কোয়ারেনটাইনে।
মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে; বড় করুণ চিত্র,
এক সারিতে কফিনবন্দি; হচ্ছে শত্রু মিত্র।
ছড়িয়ে গেছে নীরব ঘাতক; বিশ্বের সব প্রান্তে,
এমন প্রলয় আসবে তা; কেউ পারেনি জানতে।
পরাক্রমী পরাশক্তি; এখন বড় অসহায়,
চারিদিকে রব উঠেছে; ‘আমরা এখন যাই কোথায়?’
বিশ্ববাসী বিশ্বাসী হয়; স্রষ্টার শক্তি মহিমায়,
করুণ সুরে ডাকে তাঁকে; ‘... ...তুমি ছাড়া নেই উপায়।’
মার্চ ২৭, ২০২০