কলম্বাসের সাথে আমার
স্বপ্নে হ’ল দেখা,
সাক্ষাতের তার কিছু
খোয়াবনামায় হ’ল লেখা।
হঠাৎ ক’রেই কলাম্বাস
চেতনায় ঝড় তুলে,
আমার ঘরের বন্ধ দুয়ার
সব দিলেন খুলে!

চোখের পাতা টেনে ধ’রে
বললেন, ‘দৃষ্টি খোল
প্রশান্ত ও আটলান্টিকের
বুকে ঝড় তোল।’
আমি অবাক! বলেন কী!
অতলান্তে ঝড়!
এমন কি আর সাহস আমার
যাবো দেশান্তর!

মৃদু হেসে কলম্বাস
হাত বাড়িয়ে তাঁর,
বললেন, ‘দেখ;
কতদূর যায় দৃষ্টি তোমার।
চোখের পলক না ফেলে
এক নজরে দেখ,
জগতটা তো এতটুকুই
খোয়াবনামায় লেখ।

খুব বেশি না। শুধু তোমার
ইচ্ছেটাই বড়,
কুয়োর ব্যাঙ না হয়ে
দৃষ্টি বড় কর।
যার কারণ খ্রীষ্টফার
হলাম কলম্বাস,
তুমিও হবে দিগ্বিজয়ী
বিশ্বাস আমার।’