আর নয়! আর কত?
এই অবহেলার পরিসরে
নিজেকে প্রকাশ করার নিরর্থক পেরেশানি!
আমি ক্লান্ত। একেবারেই অবসন্ন।
আর কিছুতেই পারছি না।
কুলচ্ছে না প্রাণশক্তিতে।
এই অবয়বে, এই বিভবে
নিজেকে প্রকাশ করার
প্রাণান্ত প্রচেষ্টার এখানেই ইতি টানলাম।

আমার যা কিছু স্থাবর অস্থাবর
ফেলে রেখে। ছড়িয়ে রেখে।
একেবারে অনাদরেই ফেলে রেখে
চলে গেলাম আমি একেবারেই
মহাকালের পথ ধরে।
হে জগত, মনে রেখো না এই অধমকে।
এই অর্বাচীনকে।
শুধু বেদনা একটাই।
আমি পারিনি নিজেকে প্রকাশ করতে।
কী হবে? কিছুই হবে না।
জীবন তো ঝরে পড়বেই।

তবে। কোন জীবন হয় উদ্ভাসিত।
কোন জীবন হয় না।
কোন জীবন হয় সার্থক।
কোন জীবন হয় না।
এবং। কাউকে না কাউকে পরাজিত হতেই হয়।
পরাজিত অনেকে প্রাণান্ত প্রচেষ্টায়
উঠে দাঁড়ায় আবার।
অনেকেই তা পারে না।
আমি তো এই শেষের দলেই।
আমার যা কিছু সৃষ্টির ছিল
চিলেকোঠার চৌহদ্দিতে
করেছি ক্ষীণ আলোয় কিছু করতে।
হয়তো কিছু পেরেছি। হয়তো বেশি পারিনি।
তবে তা খুঁজে দেখার এখন আর ইচ্ছে নেই।
তাই শেষমেশ সবকিছু ফেলে রেখেই
সবকিছু দু’হাতে ঠেলে পিছনের ব্যাপ্তিতে
আমি সামনে চলেই যাচ্ছি।

পড়ে থাকো জগত তুমি।
পড়ে থাকো তুমি; আমার স্মৃতি নিয়ে
সব ধূলি তাই ঝেড়ে রেখেই যাচ্ছি
অসীমের পথ বেয়ে; দূর অজানায়।
নগ্নপদের যত মলিন চিহ্ন রেখে
এই কালবেলায়।
তোমার এ দ্রাঘিমায় কখনও আর
ফিরে আসা হবে না আবার, হে জগত।
ফিরে আসবো না। একেবারেই না।

তাই এই শেষবেলার শেষক্ষণে
শেষ কথাটাই উচ্চারণ করে যাই,
চলে গেলাম আমি।