নিষিদ্ধ লোনাজলে এখন
নিয়তই করছি কেলি।
এ কেমন বাস্তবতা?
বেরিয়ে আসবো ব’লে
পারছি না ইচ্ছা পূরণ করতে।
অনিচ্ছার বাঁধা-চক্রে আটকে আমি
বৃথাই পরিশীলিত হ’তে চাইছি!
কী ফলাফল-শূন্য আমার সমূহ প্রয়াস!
পিছনে কে আমাকে টেনে ধ’রে রেখেছে?
যতই চাইছি নিজেকে ছাড়াতে
ব্যর্থ হয়ে লোনার পাঁকে
প্রতি বার নিজেকে করছি সমর্পণ!
এ কেমন নিয়তি আমার?
বিশ্বাস করতে কষ্ট হয় আমার
এই আঁধারের রচয়িতা স্বয়ং আমি!
ঘোর ইচ্ছা-অনিচ্ছার নিষ্প্রদীপ গোলকে
বারবার হচ্ছি আবর্তিত!
আহা! এ ভাবেই লোনাময় সত্তা নিয়ে
নির্বাসনে আমি যাবজ্জীবন করবো যাপন?
স্বাদুজলের তিরোহিত বাস্তবতায়
কখনও আমি কি আবার পরিস্নাত হবো?
হা বিধাতা! ফিরিয়ে দাও আমার
সেই স্বাদুজলের রঙিন সংহিতা!
তাকে পাঠ করে এই বিপর্যস্ত আমি
ফিরে যাই আবার
আমার সেই সংশ্লেষিত বাস্তবতায়!