এতদিন পরস্পর ভালোবেসে এসেছি আমরা,
তোমার আমার ছিল না বৈধ পরিচয়।
এক রকম বেওয়ারিশই
ছিলে তুমি। ছিলাম আমি।
যে দিন প্রথম বাসাবাসি হয় ভালো,
তখন আমাদের সামনে ছিল না
ঝলমলে আলো। ছিল না গন্তব্য কোন।  
ছিল ঘুটঘুটে অমাবস্যার মত
আমাদের ভবিষ্যৎ। আঁধারেই ছিলাম দু’জন।
অনেক ইতস্ততঃ পথ পেরিয়ে এখন,
আমরা দু’জন একই লক্ষ্য সামনে রেখেই
এসে দাঁড়িয়েছি একই পথের মোড়ে।

তুমি আর আমি স্থিত হয়েছি
একই অবস্থানে এ সময়।
আমরা সামনের পথ
স্পষ্টই দেখতে পাচ্ছি এখন।
মনে হচ্ছে আমরা দু’জন
মানুষের কাছে দৃশ্যমান হয়েছি।
তো এখন আমাদের সেই
অনিশ্চিত সময় আর নেই।
মোটামুটি দেখতেই পাচ্ছি
আমাদের সামনের পথ।
গন্তব্যও স্থির হয়েছে আমাদের।
তাই চল, সবাইকে জানান দেই
আমাদের আগামীর রোডম্যাপ।
আমাদের ভালোবাসার
একমাত্র দালিলিক প্রমাণ হচ্ছে
ভালোবাসার একটি ঘোষণাপত্র।  

তাই, আমাদের  ভালোবাসার ঘোষণাপত্র
প্রকাশ করা এখন জরুরী হয়ে দাঁড়িয়েছে।
এখন চল, আমাদের সংসার শুরু করার
প্রস্তুতি পর্বেই;  প্রকাশ করি আমরা
বহুল আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ জীবনের ভীত,
আমাদের ভালোবাসার ঘোষণাপত্র।
--------------------------------------
জানুয়ারী ২, ২০২৫
বেল্টসভিল, মেরিল্যান্ড