অনলাইনে শরীর নিয়ে জুয়া খেলা
ছড়িয়ে গেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। সর্বত্র!
বেহুলার বিষণ্ণ চোখে ভাসে সেই কদর্য চিত্র।
মনে তার বিউগল বাজে তাই
সফেদ করুণ সুরে। এদিকে হুড়োহুড়ি করে
নিকষ রাত্রি নেমে আসে সিঁদুর ঢেকে।
পরাবাস্তব অন্তর্বাস; ঘামে ভিজে তার।
সমস্তই তার কাছে কেমন বিদঘুটে মনে হয়!
একই সাথে আবার, মনের ইচ্ছেগুলো
ভাঁজে ভাঁজে একেবারেই
নিস্তেজ হয়ে থাকে সত্তাসমেত।
সবই বড্ড বেসুরো লাগে বেহুলার কাছে।
মনে হয় তার, স্বপ্নের সৎকারে
পুরো জগতই যেন
ব্যাপক শোকবিস্তারে ব্যস্ত হয়ে আছে!
সে দেখে ঘুণ পোকারাও
সুযোগ পেয়ে স্বপ্নসমস্ত
কুঁড়ে কুঁড়ে খায়! খাচ্ছেও এখন!
বেহুলা ভাবে, পরকীয়া বলতে কী বুঝায়
তা অনেকেই জানে না।
বোঝে না। পরকীয়ার সংজ্ঞা কী তা জানে না।
চায় না তা বোধে আনতে।
তাই এখন সে বেহুলা দেখে,
জীবনের পরিধেয় শব্দমালা
এখন শোকার্ত হয়ে সমস্তই
জৈবিক কাদাজলে কেমন লেপটে আছে!