প্রচন্ড বেগে স্থল্ভাগের দিকে
ধাবিত হচ্ছে ঘূর্ণিঝড় আমপান।
আছি এখন করোনা নিয়ে।
সাথে আছে ডেঙ্গু। এদের নির্মম
সহবাসে হচ্ছি গলদঘর্ম।
খাচ্ছি হিমশিম। আছি টানা
কোয়ারেন্টাইনে। আছি লকডাউনে।
দিন কাটে, রাত কাটে অস্বস্থিতে।
সামাজিক দূরত্বে সকলে এখন
অবস্থান করছি।
আমপান যদি আসে।
কোথায় থাকবে আমাদের কোয়ারেন্টাইন।
কোথায় লকডাউন আর সামাজিক দূরত্ব!
দশ নম্বর মহা বিপদসংকেতের মাঝে ছুটছি!
আশ্রয়কেন্দ্রের ওই স্বল্প পরিসরে
সকলে গাদাগাদি করে সমবেত হতেই
কোভিড-ঊনিশ আমাদের সবাইকেই
একযোগে জড়িয়ে ধরবে আলিঙ্গনে।
এবং প্রলয়ঙ্করী আমপান?
সে তো আসছেই। আসবেই,
সবকিছু লন্ডভন্ড করে দিতে।
কে রুখবে তারে?
মে ২০, ২০২০